মায়ের লেখা শেষ চিঠিটা
পড়ছে খোকা আজ
মা যে তাঁর, আজ অনেক দূরে
কয়েকটা বেশ মাস
ও, খোকা তুই আছিস কেমন?
সত্যি করে বল
গায়ে আমার ভীষণ রে জ্বর
শরীরটা দুর্বল
তবে ভাবিস না রে, দিব্যি আছি
বাবা যে তোর কবেই গেছেন
এবার আমি ও গেলেই বাঁচি
একটি বার আয় না খোকা
তোকে দেখেই চোখটা বুজি
কতো বছর গেলো কেটে
খোকা রে, তোর অপেক্ষাতে
পরে নাকি মাকে মনে
সত্যি করে বল?
বেশ কিছুদিন না, না বেশ কিছু মাস
পড়ছে না ঠিক সঠিক মনে
তোকে যে আর পাই না ফোনে
ইচ্ছে করে বলতে কথা
আছিস কেমন? প্রশ্ন মনে
তোর সাথে তো হয় না কথা
বুকে আমার দারুণ ব্যাথা
ও, খোকা তুই আয় না চলে
মাকে কি তুই গেলিই ভুলে?
ও খোকা, আমায় কবে যাবি নিয়ে?
আমার যে খুব লাগে একা
তোকে ছাড়া সবটা ফাঁকা
শরীর ও যে দিচ্ছে জবাব
আর কি পাবো? খোকার দেখা
খোকার হাতে মায়ের শেষ সে চিঠি
চোখের কোণায় জল
মা ছিলো তার অপেক্ষাতে
গেলেন অস্তাচল