হৃদয় হলো বোবা কালা
দহন জ্বালা শোকে,
ছল কপটে চোখে আঁধার
মরছি ধুঁকে ধুঁকে।
হা-হুতাশে খুঁজে বেড়াই
এক আঁজলা জলে,
বিষের জ্বালা বুকটা পোড়ায়
ভুলে অঙ্কের ফলে।
সারাজীবন গেলো শুধু
টাকার পিছে ঘুরে,
অকাজ কুকাজ করে গেছি
ব্যথায় হৃদয় পুড়ে।
সুখের আশে চাতক তিয়াস
ভাগে সুখ নাই লেখা,
সুখ পাখি যে চতুর বড়ো
দেয় না কভু দেখা।
অনুতাপের ঘুণপোকা যে
বুকখানা তাই কুরে,
শান্তি খুঁজে মনটা সদাই
মরছে মাথা খুঁড়ে।
মুক্তি আশে প্রভুর পাশে
মাথা নত করি,
জীবন অঙ্কের খেয়াপাড়ে
প্রভুর চরণ ধরি।