শূন্য শোভন শয্যা
শুধু শোকের শরশয্যা ।
শশধরের শোভা শ্রীহীন ,
শুকশারী শোকাতুর ।
শিঞ্জিত শশব্যস্ত শারঙ্গ
শতদলে শ্রান্ত ।
শর্বরীর শূন্য শয্যায় শুয়ে
শোকানলে শীর্ণ শরীর ।
[ শব্দার্থঃ- শিঞ্জিত-মুখর, শারঙ্গ-ভ্রমর ]
শূন্য শোভন শয্যা
শুধু শোকের শরশয্যা ।
শশধরের শোভা শ্রীহীন ,
শুকশারী শোকাতুর ।
শিঞ্জিত শশব্যস্ত শারঙ্গ
শতদলে শ্রান্ত ।
শর্বরীর শূন্য শয্যায় শুয়ে
শোকানলে শীর্ণ শরীর ।
[ শব্দার্থঃ- শিঞ্জিত-মুখর, শারঙ্গ-ভ্রমর ]