আমির ভেতর অন্য আমি
ফুলদানির শ্যাওলা আছি
কাজল মাখা নারী হয়ে
মিথ্যে ভাবে রোজই বাঁচি
সেই আমিটার ওষুধ তুই
সকাল সন্ধ্যে স্বপ্ন দেখাস
মন খারাপের গন্ধ পেলে
তোর হাসিতে বাতাস মাতাস
সেই আমিটার বৃষ্টি তুই
দীর্ঘদিনের নীলাকাশ
রঙহীন সে শাড়ির ভাঁজে
রামধনুরই জল্লোচ্ছ্বাস
সেই আমিটার কাব্য তুই
হিজিবিজি তুলির টান
ক্লান্তি সব ভুলিয়ে দিয়ে
ঠিক যেন ভোরের গান
এই আমি ঠিক আমার মতো
গোলাপ জুঁই আরো কতো
ফুটিয়ে তুলি
শিশির এসে রক্তে মেশে
তাদের সাথে
আমিও দুলি
হরেকরকম পাতাবাহার
এই আমিটার অত্যাচার
সহ্য করিস
একলা রাতে বাড়লে জ্বর
অসুখ ভূতে মারলে চড়
নোবেল পড়িস
এসব কিছু চাওয়া পাওয়া
ভীষণ দামি
এই সুখেতেই পূর্ণিমা চাঁদ
আমার আমি