শূন্যতা আমাকে রোজ প্রচণ্ড শাসায়, ক্ষণে ক্ষণে
তাকায় পাকিয়ে চোখ, যেন গিলে খাবে,
অস্তিত্ব ফেলবে মুছে এই
মৃত্যুর যমজ সহোদর। সূর্যোদয়, সূর্যাস্তের
কাছ থেকে আর
রঙধনু থেকে কিছু বর্ণ নিয়ে খাঁ খাঁ শূন্যতার
গলায় পরাতে চাই শব্দমালা, যাতে
ওর ঔদ্ধত্যের দাঁত নখ
ঈষৎ সংযত থাকে। আমার স্বপ্নরা বারবার
তার কাছে যায়,
সাজায় নানান সাজে তাকে, মাঝেমাঝে
বন্দনার মোহে মজে থাকে ষড়ঋতুর আভায়।
শূন্যতার ঠোঁটে বাঁকা হাসি জেগে থাকে সারাক্ষণ,
তবু তার উপহাস তুচ্ছ করে নৈবেদ্য সাজাই।