আমাদের আকাশ নেই
আছে শুধু
অন্ধকারের দেওয়াল
শুনেছি ওপারে
খেলা করে আলো
খেলা করে বসন্ত
অশোক শিমুল পলাশের
দুরন্ত হৈচৈ
আমাদের চোখ বাঁধা
মুখে অজস্র কাপড় গোঁজা
কানের দরজায় তালা ঝোলানো
পথে পা বাড়াব
এমন রাস্তা কৈ
শুনেছি ওপারে
খেলা করে আলো
আমার সব কেড়ে নাও
রাজি
ভীষন রকম রাজি
শুধু একটা
হাতুড়ি এখন প্রয়োজন
নয়লে এ বাঁচা থাকা মানে
প্রতিক্ষন আত্মহত্যা