তোমাতে আমি দ্রবিভূত হতে চেয়েছিলাম,নিজের ইচ্ছায় মৃত্যু কে বরণ করে ভালোবেসে।
তোমাতে আমি মিশে যেতে চেয়েছিলাম,ঠিক নদী যেমন ছুটে আসে সাগরের টানে মোহনার দিকে।
তোমাকে আমি ছুঁয়ে দিতে চেয়েছিলাম,এক অবাক করা আত্মিক স্পর্শের টানে।
তোমাতে আমি উষ্ণতা চেয়েছিলাম, নতুন করে আবার একটু বাঁচবো বলে।
তোমাকে আমি জানতে চেয়েছিলাম, এক নতুন অজানা কে জানবো বলে।
তোমাকে আমি সব বলতে চেয়েছিলাম, পাখির মতো হালকা হবো বলে।
তোমার মায়া ভরানো গান আর মুগ্ধ করা কবিতা,শুনতে চেয়েছিলাম, একটু ভালোতে থাকবো বলে, তোমায় ভালো রাখবো বলে।
কিন্তু ভালোবাসি বলতে পারিনি কখনো, বলতে পারিনি ভালোবাসলে অনেক দূরে থেকেও কাছে থাকা যায়।
ভালোবাসার জন্য অনেক কিছু লাগে না,চায়না কিছুই, ভালোবাসলে দোষ, ত্রুটি যা কিছু সব ব্রাত্য তখন।
তোমার ভালো থাকাটাই সব…..তাই ভালোবাসলে বারংবার হেরে যেতে ইচ্ছে হয়।।