যদি বসন্ত খোঁজে কৃষ্ণচূড়া, খুঁজুক তবে…
তুমি খোঁজো বাসন্তী শাড়ির আঁচল,
দক্ষিণা হাওয়ায় ভাসে আদিগন্ত বিস্তৃত নীল আকাশে,
যেথা আছি বসে তোমারই অপেক্ষায়…।
যদি বসন্ত ছোঁয় লাজুক মন, তবে তুমি ছুঁয়োনা…
আমি বসন্তের রঙের বাহারে নিজেকে নিয়েছি রাঙিয়ে,
গায়ে মেখে দুরন্ত ফাল্গুনের পরাগ হিমেল হাওয়ার পরশ লাগিয়ে, তুমি শুধু আমাকে ছুঁয়ো…।
যদি বসন্ত ডাকে তোমাকে, ডাকুক তবে…
তুমি ভরা বসন্তের অনুরাগে নব মঞ্জুরীর চঞ্চল ছন্দে গন্ধ বিলাবে মুক্ত আকাশে,
চির বাসন্তীকার উতলা মন সোহাগের মায়াজালে কচি কিশলয়ের আলপনা আঁকবে, আমি রব সেই দুরন্ত অস্থিরতা স্পর্শ করে…।
আমি থাকবো তোমার অপেক্ষায় নব ফাল্গুনের আগমনে…
থাকবো আমি প্রাণ মাতানো কোকিলের কুহুতানে আর রংবদলের খেলায় মেতে পলাশের রাঙ্গা সাজে,
ভালোবাসার একমুঠো লাল আবির হয়ে ছুঁয়ে রব তোমার কপালে…।