তুমি আসো নি বলেই,
আজও উড়ো মেঘে আসে নি বৃষ্টি,
তুমি আসবে না জেনেই বৃষ্টি দেয়নি তার ঠিকানা।
তুমি নেই বলেই বাড়ছে বুকের হুহু তাপ, পুড়ছে আল জমি,
জনশূন্য রাস্তাঘাট।
তুমি আসলেই আষাঢ় মেঘে,
অথৈ জলে মেঘ ভাঙা বৃষ্টি।
শান্তির বারিধারায় কী অপরূপ সৃষ্টি!
তুমি আসলেই শুকনো ডালে,
মরা পাতায় জাগবে প্রাণের হিল্লোল।
ফুল ফুটবে, পাখি ডাকবে, নতুন ভোর আসবে।