শীতের বুড়ির ঘুম ভেঙেছে
ঠান্ডা লাগছে তাই
বালাপোশে শীত মানে না
তুলোর লেপ যে চাই।
সাতসকালে ধুনুরিকে
ধরে আনে ভাই
তাই না দেখে মা জননী
করছেন যে কাঁই কাঁই।
ধুনুরিরা তুলো ধুনে
তাদেরই কাজ তাই
লাল শালুতে লেপ বানাবে
বলছে আমার ভাই।
শীতের বুড়ির ঘুম ভেঙেছে
ঠান্ডা লাগছে তাই
বালাপোশে শীত মানে না
তুলোর লেপ যে চাই।
সাতসকালে ধুনুরিকে
ধরে আনে ভাই
তাই না দেখে মা জননী
করছেন যে কাঁই কাঁই।
ধুনুরিরা তুলো ধুনে
তাদেরই কাজ তাই
লাল শালুতে লেপ বানাবে
বলছে আমার ভাই।