ঠকঠকাঠক কাঁপছে দাদু
কাঁপছে বুড়োবুড়ি
নকশি কাঁথায় শীত মানে না
জাঁদরেল শীতখুড়ি
ঝটপটাপট আগুন জ্বালে
গদুর ঠাম্মা গিরি
ওমটি পেয়ে ফাঁকতালে
দাদু ধরান বিড়ি
হনহনিয়ে আসে ছুটে
মেয়ে চারুবালা
গরম চা আর বিস্কুটে
খুশি মেলে ডালা
শনশনিয়ে শীতের বাতাস
জড়িয়ে ধরে সবায়
হুড়মুড়িয়ে বেজায় ত্রাস
কম্বলের তলায়
বন বন বন ঘুরছে মাথা
মনখারাপে আমার
কবিতা লিখবো,কলম-খাতা
কোথায় রাখলাম আবার?