নিপুণ হাতে পাটি বেতের বোনা ,
বেশ তো চিকন নকশা কাটা
শিল্প ছোঁয়া বস্তু সে একখানা।
পাটি বেতের ছাল ছাড়িয়ে নিয়ে ,
ভিজিয়ে জলে পাকিয়ে বেণী
কষ্টে বোনে শিল্পী যে মন ছুঁয়ে।
বলতে গেলে কুটির শিল্প খাসা,
যন্ত্র বিহীন মন্ত্রে মেশে
নৈপুণ্য, বুকের ভালোবাসা।
দহন দিনে বিছিয়ে নিয়ে ঘরে,
শীতল পাটির স্নিগ্ধ পরশ
জুড়ায় দেহ ভরিয়ে যে অন্তরে।
শীতলপাটি যারাই ভালো চেনে,
আভিজাত্য বজায় রেখে
দাম দিয়ে তাই কেনে।