চাঁদের বুড়ি চরকা কাটে
শীতের বুড়ি উল বোনে
শীতের গুতোয় লোকজন
সব জড়িয়ে চাদর
বসে ঘরের এক কোণে
রাত বাড়লেই শীতের ঠেলায়
ঠক ঠকা ঠক দাঁত লাগে
কথায় আছে মাঘের শীতে
বাঘের নাকি হাড় কাঁপে
সুয্যি মামা ও মুখ ঢেকেছে
শীতের চাদর গায়ে দিয়ে
ঘাসগুলো ওই উঠছে নেচে
হিমেল হাওয়ায় তাল দিয়ে
আগুন পোহায় ভোরের বেলায়
গাঁয়ের যতো প্রবীণ জন
বাউল টা ওই গান বেঁধেছে
ভোরের আলোয় মন খুলে
গুনগুনিয়ে গায় যে পাখি
বাঁশিতে রাখল সুর তোলে
শীতের আমেজ বাগান জুড়ে
ফুটছে দেখো হরেক ফুল
মধুর নেশায় মত্ত হয়ে
মৌমাছি ওই তুলছে সুর
শীত পড়লেই পিঠে পায়েস
আহা কি স্বাদ খুব মজা
পাটিসাপটা, গুড়ের পায়েস
মায়ের হাতের সরভাজা