ছোট্ট শিশু শুধায় মাকে
বসন্ত যে এলো
অন্যসময় বসন্তটা
কোথায় থাকে বলো?
শিমুল, পলাশ কৃষ্ণচূড়া
রাঙা ফুলে ফুলে,
অলি কেন খাচ্ছে মধু
ফুলের উপর দুলে?
সবুজ শাখে ফুলের শোভা
দেখতে লাগে ভালো,
প্রকৃতির এই রূপের খেলা
মনটা করে আলো।
কোকিল কেন ডাকে মাগো
বসন্তকাল হলে?
জানতে ভীষন ইচ্ছে আমার
দাও মা আমায় বলে।