বহুদিনের হিসেব জমে আছে মনের খাতায়
হিসেবের পর হিসেব,খাতায় খাতায়;পাতায় পাতায়
যাঁরা আমার বাড়ির চৌহুদ্দির সীমানায় উঁকি দিয়ে দিনরাত তাকায়
আমার সারাদিন-রাত কেটে যায় তাদের প্রতি শুভকামনায়,
তাঁরা কেউ আমাকে চেনেনি
তাঁরা কেউ আমাকে চিনবেওনা
আমাকে চিনবার লোক কোথায় ?
আমাকে সুন্দর দৃষ্টি দিয়ে দেখার চোখ কোথায় ?
যারা ভালবাসাবাসি কাছে আসাআসি বোঝেনি কোনদিন
তাঁরা কেউ নয় আমার
তাঁরা কেউ নয় তোমার
তাঁরা কেউ নয় আপন এই পৃথিবীর কোনদিন
এত সব ভাবনার বিবরণ
যার হিসেব লিখে রাখি সারাক্ষণ,
বেঘোর পথের হিসেব টুকু পরে আছে বেঘোরে
তদানীন্তন আমি চিন্তন বিনিদ্র ভাবনার ঘোরে
হিসেবের পর হিসেব জমা
সময়তো কাউকে করবেনা ক্ষমা
প্রতীক্ষার অবসান হবে একদিন
আছে তার কাছে শিরোধার্য অপরাধ জমা।