শিবানী গুপ্ত
লেখিকা পরিচিতি
—————————
নাম : শিবানী গুপ্ত
পেশায় প্রধান শিক্ষিকা,নেশা ও ভালোবাসা বলতে সাহিত্যের প্রতি গভীর অনুরাগ।শিশুবেলা থেকেই মায়ের প্রেরণাতে ছড়া লেখাতে হাতেখড়ি।তারপর থেকে ক্রমান্বয়ে ছড়া,গল্প,কবিতা, অনুগল্প,রম্যরচনা অজস্র ম্যাগাজিন ও পত্রিকাতে ছাপা হয়েছে।বহু পুরস্কার প্রাপ্তিও ঘটেছে বাংলাদেশ,কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে। গল্পকার হিসেবে কলকাতা বাংলা সাহিত্য একাডেমী থেকে স্বীকৃতিপ্রাপ্ত। সুদীর্ঘকালের সাহিত্য চর্চায় আটটি কাব্যগ্রন্থ ,তিনটি গল্পগ্রন্থ , প্রকাশিত হয়েছে। ছড়াগ্রন্থ – “ফুলকুঁড়ি” র উন্মোচন ছিলেন প্রয়াতা স্বনামখ্যাত কবি মল্লিকা সেনগুপ্ত।সম্প্রতি উপন্যাস প্রকাশিত হতে চলেছে। বিভিন্ন সাহিত্য সংস্থার সাথে জড়িত,বিগত একুশ বছর থেকেই ” একসঙ্গে” ত্রৈমাসিক ম্যাগাজিনের সহ সম্পাদক হিসেবে নিয়োজিত থেকে নিয়মিত সাহিত্য সাধনায় নিমগ্ন।
শিবানী গুপ্ত-র কবিতা || শিবানী গুপ্ত-র গল্প || শিবানী গুপ্ত-র প্রবন্ধ
লেখিকার সৃষ্টি
বন্ধ মনের দুয়ার খুলে || Sibani Gupta
ধবল সাদা বকের সারিআকাশ বুকে দিচ্ছে পাড়ি,দ্বিধা দ্বন্দ্ব সকল ছাড়িবিবেক
জীবনটাকে গড়ো || Sibani Gupta
বাঁচার মত বাঁচতে হলেজীবনটাকে গড়ো,সঠিক ছাঁচে নিজের ধাঁচেঅঙ্কটা আজ করো।
ভালোবাসি যারে || Sibani Gupta
হৃদয়ে ছবিটি যার অবিরত ভাসে,প্রেমময় অনুভব ভরা আছে রাশে।হৃদি মাঝে
যুগের কাহিনী || Sibani Gupta
যুগের চাকায় জীবন কায়ায়সকল সুখ যে হারায়,ঠাকুরমার সে রূপকথা আজযুগের
যৌথ পরিবার || Sibani Gupta
যৌথ পরিবার একদা ছিলো জানিথাকতো সবাই মিশে,পরস্পরে বোধ বুদ্ধির পরশেখুঁজে
হৃদয় মাঝে রয় || Sibani Gupta
তীর্থ কোথা খুঁজছো তুমিহৃদয় সেরা তীর্থ স্থান,জগত জোড়া সকল তীর্থেরসেখানেই
স্বাধীন বাংলা || Sibani Gupta
লাল সবুজের নিশান ওড়েস্বাধীন বাংলা দেশে,সূর্য দীপ্ত সুখের হাসিঝরে খুশির
খেজুর রসের মধু কথা || Sibani Gupta
খেজুর গাছের বাঁধা হাঁড়িঝুলছে কেমন সারি সারি,ভরলে হাঁড়ি মধুর রসেমজায়
মুক্তি সুখের বীণ || Sibani Gupta
বীর বাঙালি আত্মদানেঘুচায় জাতির ঋণ,বিজয় এলে দেশের বুকেএলো সুখের দিন।
লাল সবুজের নিশান ওড়ে || Sibani Gupta
লাল সবুজের নিশান ওড়েযাঁদের প্রাণের আত্ম দানে,তাজা রক্ত দিয়ে তাঁরাস্বাধীনতার
রক্তে আঁকা বিজয় || Sibani Gupta
শহিদ ভায়ের রক্তে আঁকানিশান সবুজ লালে,স্বাধীনতার সূর্য উঠেআমার দেশের ভালে।
স্বপ্নের দেশে || Sibani Gupta
স্বপ্ন পরি মিষ্টি হেসে আদর করেডানায় করে নিয়ে গেল পরিরদেশেঅতি
সময়ের স্রোতে || Sibani Gupta
জীবন যেন সময় স্রোতেখাচ্ছে হাবু ডুবু,আগে পিছে গোলক ধাঁধাহঁশটা নেই
হেমন্তের চিঠি || Sibani Gupta
হেমন্তে চিঠি এলো শিশিরের খামেপ্রেমের সুরভি মেখে ভালোবাসা নামে।ফুলের কোমল
হেমন্ত এলে দ্বারে || Sibani Gupta
সবুজ পাতার খামে ভরেহলুদ গাঁদা চিঠি লেখে,মুচকি হেসে হেমন্ত বায়প্রেমের
অনিত্য জীবন || Sibani Gupta
ভবের মেয়াদ স্বল্প কালেরএতো সবাই মানি,দম ফুরালে শ্মশান চিতায়ঠাঁই টা
মানবতার মন্ত্র শেখো || Sibani Gupta
হিংসা বিভেদ ছাড় রে সবেআছিস যদ্দিন এই না ভবেরাখিস হুঁশ
গীতশ্রী সন্ধ্যা মুখার্জি || Sibani Gupta
ত্রয়োদশ বর্ষে সুরের জগতে এসেপ্রথম রেকর্ড গানে,প্রথম পরীক্ষায় চতুর্দশ বরষেসম্মান
গোল্লাছুট || Sibani Gupta
জীবনের পাকদন্ডী পথটা বড়োই এবড়ো খেবড়ো,যতোই সরলীকরণ করতে চাই ততোই
আপনমনে কবি || Sibani Gupta
কবি যখন একা একাবসে আপন মনে,কাব্য ভাবে বিভোর থাকেনসৃষ্টি তৃষ্ণা
কিংবদন্তী হেমন্ত মুখার্জি || Sibani Gupta
বিবিধ সঙ্গীতে অসামান্য দক্ষতায়নিপুণ সাধক যিনি,সঙ্গীত জগতের কিংবদন্তি রূপেহেমন্ত মুখার্জি
স্মরণে মান্না দে || Sibani Gupta
উজ্জ্বল যে মান্না প্রবোধ চন্দ্র নামের আড়ে,সুর সাধনায় নিত্য,সহস্রাধিক গানে
বন্ধু আমার || Sibani Gupta
বন্ধু আমার পরম সাথীসুখে দুখে রয় পাশে,বিপদ বাঁধা আসলে পরেসাহস
চির শাশ্বত || Sibani Gupta
সরস্বতীর মানসকন্যা বিশ্বজুড়ে ধন্যাসুর লহরী গুণে,কোকিল কণ্ঠে নিখিল ভুবনমোহিত সুরের
ক্ষুধার জ্বালা || Sibani Gupta
ভুক্তভোগী মানুষ ছাড়াবোঝে কি কেউ ক্ষুধার জ্বালা?জঠর জ্বালায় কাতর শিশুদেখলে
যদি বলতে || Sibani Gupta
রাতের নিস্তব্ধতা ভেঙে খান্ খান্ হয়ে যায় একঝাঁক পেচার বিচ্ছিরি
মূলাধার তুমি প্রভু || Sibani Gupta
এই ভুবনের সৃষ্টি যততোমার গড়া সব,মূলাধার যে তোমায় জানিদয়াল প্রভু
কুয়াশার ছোঁয়া || Sibani Gupta
কুহেলিকার চাদর জড়ানো শীতের ভোরে,কেমন যেন এক ঘোর লাগা আবেশ
প্রেমের যাঁতাকলে || Sibani Gupta
স্থূলাঙ্গি পৃথুলা বিশাল বিপুলাস্বামীকে বলে হেসে,ওগো প্যাকাটি চালাও রিক্সাটিম্যারাথন যথা
আয় রে নবীন দল || Sibani Gupta
আয়রে নবীন ত্বরা করেথাকিসনে আর বদ্ধ ঘরেকূপ মুন্ডুক হয়ে,সমাজ ধ্বংস
সাঁঝ ঘনালে || Sibani Gupta
মেঘের ভাঁজে বকের পাখায় রবি গেল পাটে,বসুন্ধরায় নামে আঁধার ব্যাপ্ত
কলির পাঁচালি || Sibani Gupta
কলিকালে কত কেচাল কথাকণ্ঠে কণ্ঠে ফিরে,কালীঘাটে কালী করের কনেকালা কানুকে
যুগের চাকা || Sibani Gupta
পল্টু কাকা বুদ্ধি পাকামানুষ সরল সোজা,মাথার উপর সংসারের চাপদেখে যায়