সুনীল শক্তি নিয়ে আজ হায়
বাজে কোথায় হা শঙ্খ?
সংস্কৃতির ধ্বজা যে কেবলই
রাজনৈতিক অঙ্ক
শিক্ষা যে আজ প্রহশন হায়
শিক্ষকাসুর বধে –
শিক্ষা পেয়েছে অর্দ্ধচন্দ্র
প্রতিবাদীরাই বধ হে!
মদের গেলাস, বৈদিক সুরে
আজান হাঁকায় যদি
গেলাসে আয়েসে, মৌলবীদের
সম্প্রীতিগানে নদী!
সকল যুদ্ধ হয় অবসান
গেলাসী বন্ধু যারা
প্রতীবাদী? বোকা আদর্শচ্যুত
সমাজচ্যুতই তারা!
শিক্ষা যাদের আছে সে আছেই
সংস্কৃতি কি আছে?
মদ ও মাগী হা ঈশ্বর বটে
সে বিদ্দ্বজনের মাঝে
এখানেই আসে সকল দ্বন্দ্ব
বিদ্যা বিদ্দ্বজনে
সকল বিদ্যা, সকল শিক্ষা
কেবল অর্থে ধনে!