জীবনের সুদীর্ঘ যাত্রাপথে
তুমি জ্বালাও আলো,
তুমিই পারো দৃষ্টি ফেরাতে
জ্ঞানের শিক্ষা জ্বালো।।
অন্যায়কারীর মধ্যে ন্যায়ের চেতনা
মূর্খের মধ্যে জ্ঞান,
তোমার হাত ধরেই এগোয় সমাজ
তুমি সমাজের মেরুদন্ড সমান।।
ছোটবেলার গল্পে-গানে নিশ্চুপে
প্রজ্বলিত হয় জ্ঞানের আলো,
মায়ের কাছে শুরু শিশুর শিক্ষা
আদর্শবান শিক্ষক আনে সাফল্য।।
সত্য নির্ভীক পথ অনুসরণে শিক্ষক
হৃদয়ের প্রদীপ জ্বালান,
জীবনের চারিত্রিক প্রতিভা বিকাশে
শিক্ষকই হন মহীয়ান।।
প্রাণে ছোঁয়াও শিক্ষার আলো
মনকে করো উন্মুক্ত,
স্নেহের পরশে প্রাণে জাগাও
সুশিক্ষার বীজমন্ত্র ।।
তোমার স্পর্শে অন্ধকূপে নিমজ্জিত জাতি
পায় প্রাঞ্জল জীবনের অস্তিত্ব,
শিক্ষায় জীবন হয় মহান-মানব
জাতি গড়ে ওঠে উন্নত।।
তোমার বিশ্বস্ত আঙুল ধরে
সমাজ নেয় দীক্ষা,
সকল অশুভ কুসংস্কার সরিয়ে
ভবিষ্যৎ জীবন অভীক্ষা।।
জীবন পথে এগিয়ে চলার হে মহানায়ক
তোমাকে জানাই সহস্র প্রণাম,
পরম শ্রদ্ধেয় গুরুজন; আমার শিক্ষাগুরু
স্মরিব আজীবন তোমাদের নাম।।