শিক্ষায় বাড়ে জ্ঞানের বিভা
ঘুচায় মনের কালো,
জীবন সফল করতে হলে
শিক্ষা জ্বালে আলো।
দেশ ও জাতির উন্নতিতে
শিক্ষার মূল্য খুব,
শিক্ষা ছাড়া দেশ ও জাতি
আঁধারে দেয় ডুব।
শিক্ষা ছাড়া দেশ ও জাতি
হয়না কভু বড়ো,
দেশ ও জাতির উন্নয়ণে
শিক্ষাটা মূল করো।
অজ্ঞানতায় কত জীবন
যাচ্ছে ঝরে দেখি,
শিক্ষাহীনের কথাবার্তায়
অশিক্ষার ছাপ সেকি!
শিক্ষা জাতির পরিত্রাণ যে
শিক্ষায় সম্মান দানে,
বিদ্বানেরা সমাদৃত
সর্বদেশে মানে।
শিক্ষায় দানে মনে শক্তি
জ্ঞানের আলো ঝরে,
শিক্ষা ছাড়া অন্ধ সম
দুখে জীবন ভরে।
যত বেশি শিক্ষা নেবে
জাগবে প্রজ্ঞা বোধে,
শিক্ষার হলো অমোঘ অস্ত্র
সকল তমস রোধে।