শিক্ষা জ্বালে জ্ঞানের আলো
অজ্ঞানতা করে দূর,
অজানাকে জানতে শেখে
মনে জ্বলে জ্ঞানের নূর।
শিক্ষা নাশে আঁধার যত
দেখায় সত্যের পথ,
সুশিক্ষাতে মানটা বাড়ে
চড়ে জ্ঞানের রথ।
ফুলের সুবাস যেমন করে
ছড়ায় মিঠেল ঘ্রাণ,
জ্ঞানের ফুলে তেমনি জেনো
মাতায় সবার প্রাণ।
মন- জমিনে ফুল ফোটাতে
জ্ঞানের পরশ চাই,
শিক্ষার্জনে ভবের মাঝে
সুযশ রাখবে ভাই।
শিক্ষা নিয়ে শিক্ষার আলো
করলে সবায় দান,
ভবের মাঝে থাকবে বেঁচে
সবাই দেবে মান।