শাপলা বিলে তালুক জুড়ে জল যে টলটলে,
আধডোবা ঐ ধানের ক্ষেত ডুবছে হাঁটুজলে।
গাঁয়ের ছেলে নাও ভাসিয়ে এদিক ওদিক যায়,
পরাণখানি জলের সাথে উধাও হয়ে ধায়।
নীল আকাশে সাদা মেঘ পাখনা মেলে উড়ে ,
বৈঠা নিয়ে মনমাঝি গায় ভাটিয়ালি সুরে ।
জলই জীবন তাইতো শুধু ভেসেই থাকা জলে,
হৃদমাঝারে বয় যে নদী নিত্য তুফান তুলে!