হৈমন্তী কুয়াশায় ছেয়ে থাকা
ওই পাহাড়ের কোলে
সূর্য যেথায় অরুণ কিরণধারা ঢালে
মলয়ানিলের স্নিগ্ধ ছোঁয়ায়
মন জুড়িয়ে যায়
গা’ঘেষে থাকা গাছেরা যেথায়
সবুজের রঙে চুবিয়েছে আপনায়
হংসদলেরা জলকেলি যেথা —
করছে মনের সুখে
হৈমন্তী হাওয়া আবেশ ছড়ায় —
অনুরাগের পুলকে
আমার শান্তি সুখের ছোট্ট নিলয়–
আছে ওখানে-
আবীর মাখে–কল্পনা যেথায়—
কাব্য-কথার বাথানে !
প্রকৃতির অপরূপ রূপের খনি এই
শ্যামলিমার —আশ্রয়
তৃপ্তি সুখের অতুল আকর তাই
আমার শান্তির নিলয় !