ইতিহাসে স্বর্ণাক্ষরে
খচিত যাদের নাম
স্বাধীনতার সংগ্রামী সব
ভারতবর্ষে ধাম ।
বিনয় বাদল দিনেশ সাথে
সুভাষ ক্ষুদিরাম
বাঘাযতীন মাতঙ্গিনী
সূর্যকে প্রণাম ।
বীর সুভাষের দিল্লী চলো
ভগৎ সিংয়ের ফাঁসি
ক্ষুদিরামের “একবার বিদায়
দে মা ঘুরে আসি..”!
মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ
অহিংস নীতি
আজাদ হিন্দ ফৌজ ছিল
ব্রিটিশ প্রাণে ভীতি ।
সাহিত্যিক আর কবিগণ মিলে
লিখেছে উপন্যাস
কবিতাও শেষে গান হয়ে এসে
শাসকের নিল শ্বাস …!
বঙ্গভঙ্গ আন্দোলনে
রবি ঠাকুরেরে স্মরি
শুরু করেছিলে “রাখি বন্ধন”
গর্বে পালন করি …!
বিদ্রোহী কবি কাজী নজরুলের
“ভাঙ রে ভাঙ আগল “
বিপ্লবী প্রাণে জোটাল সাহস
স্বদেশী আন্দোলন !
আইন অমান্য , ভারতছাড়ো
নৌ সেনা বিদ্রোহে
সাহসী হয়েছে ভারতবাসী
স্বাধীনতারই মোহে ।
শহীদে শহীদে রক্তাক্ত
ভারত মায়ের আঁচল
তবুও থামেনি রক্ত ঝরানো
শূন্য মায়ের কোল !
কত শহীদের প্রানের বদলে
এসেছে স্বাধীনতা
গর্বিত আজ ভারতবাসী
ললাটে জয়টিকা !!