পলাশে শিমুলে আজি ফুলে ফুলে ঢাকা,
শরমে ভরেছে তনু শশী পানে চেয়ে ।
গোধূলি বেলার রাগে পূব লালে মাখা,
বাতাসে দোলার খেলা চলে নেচে গেয়ে ।
হলুদ ধানের মাঠে শীষে দোলা লাগে,
পাখির ডানার রবে ওড়ে ধূলো যত,
চাষির ফসল ঘরে আশা মনে জাগে,
নতুন ধানের চালে পিঠে হবে তত।
স্বপনে শশীর ডাকে নেশা ধরে মনে,
সাঁঝের তারার আলো নেভে দিনে এসে,
চাঁদের জোছনা হেসে ফেরে বনে বনে,
আমার দেশের মাটি সাদা মাটা বেশে।
পাহাড় সাগর নদী সবে আছে ঘিরে
গ্রামের মধুর ছবি দেখি নাই ফিরে।