শরতের শিউলি চুপিসারে বলে
এলোরে শরৎ বেলা,
মায়ের আসার লগন হলো
বাগেতে ফুলের মেলা।
নীলাকাশে সাদা বকেরা ওড়ে
মুক্ত ডানা মেলে,
নদীতীরে সাদা কাশের চামর
হাওয়ার ছোঁয়াতে খেলে।
শিশির মাখা শিউলি ঝরে
শিউলি তলায় পড়ে,
ফুল্ল মনে পল্লী বালা
আঁচল ফুলেতে ভরে।
শিউলি কাশে ফুটছে রাশে
গাঁথছে বালিকা বসে,
পরাবে মায়ে আকুতি ছায়ে
অবোধ ভক্তি রসে।
কুমোর টুলি ব্যস্ত সবাই
চলছে তুলির টান,
ঢাকের বোলে পরাণ দোলে
মনে খুশির তান।
মরাল মরালী প্রেম কূজনে
খেলছে দীঘি জলে,
আসছে বার্তা শরৎ হাওয়ায়
মা আসছে চলে।