শরৎ আকাশে হেরি ,পুঞ্জ পুঞ্জ মেঘ ঘেরি ,
রয় নীলাকাশ ছেয়ে।
সেথা সাদা পাল তুলি , মেঘের তরণী গুলি ,
বাতাসেতে চলে ধেয়ে।
রবির উজ্জ্বল করে , ঢেকে মেঘ যায় সরে ,
উভে যেনো করে খেলা।
পুনঃ অপরূপ সাজে , শোভে আকাশের মাঝে,
মেঘে মেঘে বাড়ে বেলা।
হেরিনু দূর্বার দলে , হাজারো মাণিক জ্বলে ,
শিশিরে আলোক পড়ি।
শিউলি গাছের তলে , পড়ে ফুল প্রতি পলে ,
অবিরাম টুপ টুপ ঝরি।
ফুটেছে নদীর চরে , কাশফুল থরে থরে ,
শোভা বাখানিতে নারি।
আর কটা দিন পরে , দেবী দুর্গা সিংহে চরে,
আসবে বাপের বাড়ী।