আয়নার সামনে দাঁড়ালে
মুখের স্বরলিপি ক্ষতবিক্ষত
প্রয়োজন কৌটোগুলো ভরতে ভরতে
শব্দ গুলো পাখি হয়ে যায়
রঙ রূপ একই রেখে
তাদের কে ফিরে আসার অনুরোধ করা
অন্ধ মোহ ছাড়া কিছুই না
এ বোকামি করার জন্য কবিরা সর্বদাই প্রস্তুত
অথচ
এত উদাসীনতা সংসারের নিয়মের বাইরে
আবার…
দই উথলে পড়লে
হারানোর কষ্টগুলো ঘুমিয়ে যায় সহজেই
তবু তার ঘ্রাণ জাগিয়ে তোলে
মন কেমনের বসতি ঝকঝকে সাদা মার্বেলে