অবশেষে গুম হয়ে ওঠে
ঝাউবনের পরিত্যক্ত ছায়া ঘিরে নিষিদ্ধ বাতাস
বাতাসেই তো বাঁধা আছে এই পালিত জীবন
মিশে আছে জীবনের অন্তর্লীন অনন্ত সংলাপ
ও যাপনের স্মৃতিকথা
ঝরা পাতার আড়ালে উন্মুক্ত আকাশ
নিভৃতে গ্ৰহ নক্ষত্ররাও যেন সরে যেতে চাইছে
একে অপরের কাছ থেকে দূরে
পরখ করে নিতে চাইছে ঘনিষ্টতা
ও বৈরীতা আর অবদমন
চারপাশে সুচতুর গল্প-গুজব
যেন সময়কে উসকে দিতে পারে জীবনকে
আত্ম দমন শেখার
আমরা বর্তমানকে দেখে ভবিষ্যৎ শিখি
অতর্কিতে মুখোমুখি হয় যদি কোন শব্দ বিভ্রম।