কত শত শত সমস্যার উৎস শব্দের আঁতুড়ঘর।
সেখানেই বন্ধুবৎসল মারামারি, হাতাহাতি
মত্ত হুলাহুলি জীবনের নানান অলিগলিতে।
সেখানে থাকে না প্রশান্তির মৌন তথাগত,
সেখানে মান্যতা পায় না কখনো আপনপর।
কত অচেনা দুঃখ ডানা মেলে আসে অবাধে
মানসিক চাতালে স্বছন্দ সুলভ সুফল গতিতে।
ছিন্নভিন্ন শান্তির লাশে উৎসাহী উদ্যত উদ্ধত
অভিপ্রায়ে সুখানিভূতি থাকে না দুষ্ট মতিতে।
তাই শিক্ষা কেন অধরা অযথা মাথাগরমে?
শুধুই অস্থির ছটফটানি দুরবস্থা দুরন্ত চরমে।
নেই কোনো ভাবনার সড়ক ধরে আত্মসমালোচনা,
নেই কোনো অসুস্থতার অবসানে সুস্থ বনিবনা!
আসুরিক অস্থিরতার পাতা আঁচলে মুখটা ঢেকে
সমাজের অঙ্গনে হাত-পা মেলে মানুষের জ্বরে,
অপকারক অবস্থাটা বুঝেসুঝে কদম ফেলাই ভালো,
কারণ লক্ষ কোটি সমস্যার উদ্ভব বাক্যের আঁতুড়ঘরে।