কথাদের ঝাঁঝে-গরমে বেদম মানুষেরা
অবেলায় জতুগৃহে|
কল্প-মিনারে লাট খাওয়া কল্পনারা
রোজকার চেনা অতিথি|
এতকালের জানাশোনা শব্দরা ব্যর্থতার খোলসে
ঝিকমিক…ঝিকমিক…ঝিকমিক…,
মহামূল্যবান প্রতিশ্রুতির বানভাসিতে
রক্ত-মাংসের যত অবমাননা!
বাঁচতে বাঁচতে পথিকদলের অবাক সহ্যগুণে
প্রোজ্জ্বল বুঝি নোবেল-জয়ের সম্ভাবনা!
কাজে কাজে অকাজে ফুলঝুরির অদম্য
স্ফুটন ঠোঁটে ফাঁকে|
বিশ্বাসের দোলায় দোল-দুলুনিতে কত কাল
বিশ্বাস-হন্তাই রেখেছে আগলে!
ঝলমলে বাক্যরা আজ তাপ-প্রসবিনী!
সংসারে ঐ সব নিষ্প্রাণ আশ্বাসর তর্জনী
প্রত্যহের খুঁটিনাটি নিঃশ্বাসেও!
যুগান্তরে কথাদের উত্তাপে এবার কি
মানুষ থাকবে দিক্শূন্যপুরে?