আকাশ জুড়ে ছড়িয়ে আছে ঘননীল নীলিমা।
অরূপ দীপ্তিতে প্রকাশিছে চন্দ্রিমার গরিমা।
অবুঝ মনে কল্পনার সাতরঙ্গে সুপ্ত বিচরণ।
একটু বড়ো হলেই করবে চাঁদের দেশে ভ্রমণ।
চাঁদ যখন জোছনা ঢালে ভুবন আলোকিত।
সেই আলোকে কবিমনে কতো না ছবি অঙ্কিত।
আপনভোলা মনটা তখন আনন্দে মুখরিত।
মনের ক্যানভাসে এঁকে চলে কল্পনাতে যা সঞ্চিত।
মায়াভরা এই ধরনী ‘পরে শব্দের কতো না নাদ!
মুগ্ধ বিবশ অপলক চোখে ভাঙ্গে পিপাসার বাঁধ।
আকাশ যেন মাথার পরে মনোহর এক ছাদ।
তুলির আঁচড়ে বিমূর্ত ক্যানভাসে শতাব্দীর সেরা চাঁদ।