শংকর ব্রহ্ম
লেখক পরিচিতি
—————————
নাম – শংকর ব্রহ্ম
শংকর ব্রহ্ম – ১৯৫১ সালের ২রা মার্চ, কলকাতায় জন্মগ্রহণ করেন । পিতা ঁহরলাল ব্রহ্ম এবং মাতা ঁগীতারাণী দেবী।
ছাত্র জীবন শুরু হয় তার নাকতলা হাই স্কুলে। কলেজ জীবন কাটে সাউথ সিটি কলেজ বা হেরম্ব চন্দ্র কলেজের দিবা-বিভাগে, সেখান থেকে তিনি বানিজ্যে স্নাতক হন। তার ছেলেবেলা কাটে (৪/৮১ নম্বর) বিদ্যাসাগর কলোনীতে (কলকাতা – ৭০০ ০৪৭)। কর্মজীবনে তিনি বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং প্রধান-শিক্ষক হয়ে অবসর গ্রহণ করেছেন ২০১১ সালে। বর্তমানে তিনি বাস করেন গড়িয়ার কেন্দুয়ায় (৮/১ আশুতোষ পল্লী, কলকাতা – ৭০০ ০৮৪.) এই ঠিকানায়।
১৯৭০ সালের শুরু থেকেই তিনি সাহিত্য চর্চায় মেতেছেন। তখন তিনি সাউথ সিটি কলেজে পড়েন। দেশপ্রিয় পার্কের ‘সুতৃপ্তি’ রেস্টুরেন্ট এবং রাসবিহারীর এভিনিউর ‘অমৃতায়ণ’ তখন রবিবার সকাল দশটা থেকে সাহিত্যের আড্ডা হতো, সেখানে নিয়মিত যেতেন তিনি। সেখানে তার সঙ্গে অনেক স্বনামধন্য কবি-সাহিত্যিকের পরিচয় ও ঘনিষ্ঠতা হয়। দীর্ঘ সাহিত্য-জীবনে তিনি সান্নিধ্য লাভ করেছেন – অন্নদা শংকর রায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, শিব নারায়ণ রায়, অমিতাভ চৌধুরী, পবিত্র সরকার, সমরেশ বসু, অরুণ মিত্র, সুশীল রায়, নারায়ণ গাঙ্গুলী, যজ্ঞেশ্বর রায়, নীহার রঞ্জন গুপ্ত, সুভাষ মুখোপাধ্যায়, হেমাঙ্গ বিশ্বাস, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, কিরণশংকর সেনগুপ্ত, সুনীল গাঙ্গুলী, শক্তি চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দীপক মজুমদার, প্রণবেন্দু দাশগুপ্ত, পবিত্র মুখার্জী, দিব্যেন্দু পালিত, সত্যেন্দ্র আচার্য, সমীর রক্ষিত, ফণিভূষণ আচার্য, তুলসী মুখোপাধ্যায়, সজল বন্দোপাধ্যয়, দেবাশিষ বন্দ্যোপাধ্যায়, শিবতোষ ঘোষ, অমর মিত্র,শ্যামলকান্তি দাশ, সিদ্ধার্থ সিংহ, গৌতম চ্যাটার্জী ( মহীনের ঘোড়াগুলি) প্রমুখ।
তার প্রকাশিত লেখার সংখ্যা শ’পাঁচেক-এর বেশী। তিনি প্রায় শতাধিক পত্রিকায় তিনি লেখেন। যাদের মধ্যে উল্লেখনীয় “দৈনিক বাংলা স্টেটসম্যান”, “পুরশ্রী”, “প্রসাদ”, “ঘরোয়া”, “বিকল্প বার্তা” (শারদীয়া সংখ্যা – ১৪২৯), শব্দ সাঁকো, স্বয়ংসিদ্ধা, অমেয়, দৈনিক দেশজগত, বঙ্গীয় সাহিত্য দর্পণ, শব্দনগর, উদ্ভাস, শব্দ লেখা, নীলকমল, বোধগম্য, অচিন পাখি, স্বরধ্বনি পত্রিকা, সৃজাম্যহম্ , খেয়ালী খাম, সর্বজয়া পত্রিকা,পরিচয় পত্রিকা, কাব্যতরী, কাব্যপট, ইলশে গুঁড়ি, সাময়িকি (নরওয়ে থেকে প্রকাশিত), আশ্রম (অটোয়া থেকে প্রকাশিত) প্রভৃতি।
এ’ছাড়া রয়েছে সমরেশ বসু সম্পাদিত “মহানগর”, “শিবনারায়ণ রায়” সম্পাদিত “জ্ঞিসাসা”, কিরণ শংকর সেনগুপ্ত সম্পাদিত “সাহিত্য চিন্তা”, পবিত্র মুখোপাধ্যায় সম্পাদিত “কবিপত্র” প্রভৃতি পত্রিকা। কবি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে রয়েছে “সারা বাংলা কবিসন্মেলন” (১৯৭৮)-য়ে তরুণদের [জুনিয়ার্] মধ্যে প্রথম পুরস্কার (সেবার শক্তি চট্টোপাধ্যায় অগ্রজদের [সীনিয়র্] মধ্যে প্রথম পুরস্কার পান), “সময়ানুগ” (১৯৭৯) প্রথম পুরস্কার, “যুব উৎসব” (১৯৮০)-এর পুরস্কার এবং তারপর আরও অন্যান্য বহু পুরস্কার পেয়েছেন তিনি।
কবি শংকর ব্রহ্মর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “তোমাকে যে দুঃখ দেয়”, “স্মৃতি তুমি আমাকে ফেরাও”, “যাব বলে এখানে আসিনি”, “আবার বছর কুড়ি পরে”। এই কাব্যগ্রন্থগুলি বর্তমানে নিঃশেষিত,পাওয়া যায় না। এ’ছাড়াও কবির আরও এগারোটি “ই-বুক” প্রকাশিত হয়েছে, যা পাওয়া যায় বর্তমানে। সেই “ই-বুক” গুলি পড়তে নীচের এই লিঙ্কে ক্লিক করুন . . . https://sites.google.com/view/sblekhalikhi/home
“বাংলা সাহিত্য – লাইব্রেরী”-তে প্রকাশিত এই কবির লেখার লিঙ্ক . . .( যেখানে তার প্রায় সব মূল্যবান লেখাই সংগৃহীত আছে, পাঠকদের পড়ার জন্য)
https://banglasahitya.net/শংকর-ব্রহ্ম
কবি “শব্দব্রহ্ম” ও “সাহিত্য সংহিতা” দুটি গ্রুপের প্রতিষ্ঠাতা সম্পাদক। বর্তমানে তিনি “সাম্প্রতিক সাহিত্য” ও “স্টোরি এন্ড আর্টিকেল” গ্রুপের এডমিন।
শংকর ব্রহ্মের কবিতা || শংকর ব্রহ্মের গল্প ও অনুগল্প || শংকর ব্রহ্মের নিবন্ধ || শংকর ব্রহ্মের প্রবন্ধ
লেখকের সৃষ্টি
বসন্ত পঞ্চমী || Sankar Brahma
শীতকাল এলেআমার খুব সরস্বতী-পুজোর দিনটার কথা মনে পড়ে। মনে পড়ে
কান পেতে শোন || Sankar Brahma
ছেঁড়া-ফাটা কাপড়ের মতোদৈন দশা ফুটে বেরোচ্ছে চারদিকে,তবু তা চোখে পড়ছে
দীক্ষা দাও || Sankar Brahma
হে স্বাধীনতাজিলিপি চাই না খেতে একদিনপ্রতিদিন সম্ভ্রমের ভাত কাপড় চাইদান
তপন অসহায় || Sankar Brahma
তপন এসেছে উঠে নিরুপায়কুয়াশায ঢাকা তবু তার মুখ,তরুবর তার কাছে
প্রপঞ্চ || Sankar Brahma
কষ্টকে বুকের পাটায় বেটেগুড়ো গুড়ো করেসুরার পাত্রে নিয়েছি মিশিয়ে,সেই বিষ
সাহিত্য-সংস্কৃতি || Sankar Brahma
সংবাদ-প্রতিষ্ঠানসত্যি মিথ্যে সবউত্তেজক সংবাদ ছড়ান,সংবাদ বেচে লাভবান হন। আমরা প্রতিদিনের
মিথ্যে জীবন || Sankar Brahma
সত্যিকথা বলতে এখনআমার আর ভাল্লাগে নাশোনার লোক নেই বলে নয়,হয়তো
পুরনো গল্প-গাথা || Sankar Brahma
ঠাকুর্দার মুখে শুনেছি,কলকাতায় একসময় শিয়াল ডাকতবিশ্বাস করিনি,ঠাকুর্দার ঘোড়ায় টানা ট্রামে
নিজেকে নিয়ে || Sankar Brahma
আমি যখন নিজেকে নিয়ে ভাবতে বসিসমাজ চলে আসেসমাজ নিয়ে ভাবতে
গণতন্ত্র আক্রান্ত || Sankar Brahma
এ কোন রাজত্বে আছি?যেখানে কথা বলা যাবে নাফিস ফাস করা
আদর্শ কবিতা || Sankar Brahma
আদর্শ কবিতা ফরাসি কবি গুইলাম অ্যাপোলিনায়ার, (Guillaume Apollinaire) ২৬শে আগস্ট
নোবেল পুরস্কার বিজয়ী হান কাং (কোরিয়ান : 한강) || Sankar Brahma
নোবেল পুরস্কার বিজয়ী হান কাং (কোরিয়ান : 한강) দক্ষিণ কোরিয়ার
উজ্জ্বল উদ্ধার || Sankar Brahma
উজ্জ্বল উদ্ধার দোলনের মনটা আজ সকাল থেকেই ভাল নেই। কোন
দর্শক || Sankar Brahma
ঘরে বসে কবি হালকা আঙুলে স্ক্রীনে টোকা দিচ্ছে,ঝলকানি মনিটরে চোখ
অভয়া || Sankar Brahma
ধর্ষণের বিচার চাই বিচার চাইধ্বনি বাজে আকাশে বাতাসেমেয়েদের রাত দখলের
নক্ষত্ররা || Sankar Brahma
সমস্ত উজ্জ্বল নক্ষত্র আজ ঝুঁকে পড়েছেপৃথিবীর বুকেঝাঁকে ঝাঁকে মোমবাতি জ্বলছে
বিনীত আবেদন || Sankar Brahma
ভাতা পাওয়া বুদ্ধিজীবীকোথায় আছ সব?দেশে যা আজ ঘটছেসেটা করছ অনুভব?
তিলোত্তমা || Sankar Brahma
‘কলকাতা একদিন তিলোত্তমা হবে’স্বপ্ন দেখছিল প্রিয় জীবনানন্দ কবি,ভাগ্যিস দেখতে হয়নি
শিকল ছেঁড়ার ডাক || Sankar Brahma
এখনও রয়েছো যারা বোবা হয়েশুধু কি নীরবেই দেখে যাবে সবখুন
লজ্জা || Sankar Brahma
মুখোশ পরা শিয়ালগুলিহুকহা হুয়া ছাড়ছে ডাক,না শুনে জনগণের দাবীদল নিয়ে
গণগর্জন || Sankar Brahma
এইভাবে সমবেতভাবে গর্জে ওঠা যায়কেউ কোনদিন দেখেনি,স্বাধীনতা পূর্ব রাতে করে
চৈতন্য || Sankar Brahma
হোস্টেলে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হলে পরেআমাদের চৈতন্য উন্মেষ হয়তার আগে
ডিজিটাল কবিতা: একটি নতুন ধারার একটি নবজাতক (the nascent) || Sankar Brahma
ডিজিটাল কবিতা: একটি নতুন ধারার একটি নবজাতক (the nascent)? (জিওভানা
গোপী কোট্টুর || Sankar Brahma
গোপী কোট্টুর রাঘব জি নায়ারের জন্ম ১৯৫৬ সালে, তিরুবনন্তপুরম, কেরালায়।
জিত থাইল || Sankar Brahma
জিত থাইল (ভারতীয় কবি, ঔপন্যাসিক, সঙ্গীতজ্ঞ এবং গিটারিস্ট) ১৯৫৯ সালে
হাংরি জেনারেশন || Sankar Brahma
হাংরি জেনারেশন বাংলা সাহিত্যে স্থিতাবস্থা ভাঙার আওয়াজ তুলে, ইশতেহার প্রকাশের
কবিতার ইতিহাস ভূগোল || Sankar Brahma
কবিতার ইতিহাস ভূগোল [ কবিতা বিষয়ে মনীষীদের উক্তি ] কবিত্ব
ডিজিটাল কবিতা || Sankar Brahma
ডিজিটাল কবিতা (প্রথম পর্ব) ডিজিটাল কবিতা হল ইলেকট্রনিক সাহিত্যের একটি
কবিতার আধুনিক কয়েকটি ধারা || Sankar Brahma
কবিতার আধুনিক কয়েকটি ধারা (Some modern genres of poetry) ডিজিটাল
প্যাটার্ন কবিতা || Sankar Brahma
প্যাটার্ন কবিতা (Pattern poem) কাব্যিক ফর্ম (Poeticform) ছাঁচ কবিতা (Pattern
মানুষ এত গরীব কেন || Sankar Brahma
মানুষ এত গরীব কেন সায়ন সকালবেলা এসে বারান্দায়দাঁড়াল। তার বয়স
কবিদের প্রতি আহ্বান || Sankar Brahma
কবিদের প্রতি আহ্বান কবিতা বিজ্ঞান নয় যে H2O মানেই জল
চাক্ষুষ কবিতা || Sankar Brahma
চাক্ষুষ কবিতা (Visual Poetry) Visual Poetry (চাক্ষুষ কবিতা) কবিতার একটি
সাকার বা মূর্ত কবিতা || Sankar Brahma
সাকার বা মূর্ত কবিতা (Concrete Poetry) কংক্রিট কবিতা হল ভাষাগত
রবার্ট লি ফ্রস্ট || Sankar Brahma
রবার্ট লি ফ্রস্ট ২৬শে মার্চ, ১৮৭৪ সালে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া,