লেখার মাঝে সমাজ চেতন
ইতিহাসের কথা,
দেশ ও জাতির মঙ্গলেতে
দায়বদ্ধতা যথা।
প্রেমের কাব্য লিখেন কবি
ছন্দে রসে ভরে,
লায়লা- মজনু শিরিন- ফরহাদ
পাঠকের মন হরে।
শাজাহান ও মমতাজের
অমর প্রেমের কথা,
ইতিহাসে পেয়েছে স্থান
তাজমহল তথা।
চন্ডীদাস ও রজকিনীর
অমর প্রেমের কাব্য,
কবি সমাজ ছন্দে গড়েন
হয় যে শ্রুতি শ্রাব্য।
পাঠক চিত্ত করবে গ্রহন
লেখা হলে ভালো,
কবির কলম সমাজ দর্পণ
ঘুচায় সকল কালো।