ভালোবাসার ক্ষত চিহ্ন
দেখতে ভাল লাগবে না,
তবু সূর্য উঠবে, তবু জোয়ার ভাঁটা চলবে,
হাঁটতে থাকবো আমি,
মানুষের ভিড় আমাকে জড়িয়ে রেখেছে
যেন একটা বইমেলা,
স্বপ্নকথা লিখে ফেলছি সাদা পৃষ্ঠায়
যেন চালচিত্র, বড় ক্যানভাসে
আঁকা পৃথিবীর ছবি, আর
মোবাইলে মোবাইলে সংযোগ বেড়ে চলে,
আমরা হেরে যাওয়া পদাতিক।
খেলায় হারা জেতা থাকে
আর জীবনে যদি কেউ জিতে
ফেলে সে সম্রাট সেজে হুকুম করে
আর যে হারে সে দিকচক্রবাল ঘিরে
বনবন করে ঘুরে বেড়ায় চিরকাল,
হেরে যাওয়ার ক্ষতচিহ্ন থাকবে,
আর তুমি কাঁদবে না
এটা কি হতে পারে কবি?
দেখো বিশ্ব সংসার
তোমার দিকে তাকিয়ে হাসছে।
তবে তুমি লেখো জীবনের দিনলিপি,
যেন তুমি রেসের মাঠের ঘোড়া
আর আমি যেন বেঁচে থাকা মৃতদেহ।
শুকনো নদীর জলহীন খাঁজে
তুমি তৃষ্ণা মেটাতে পারবে না,
তাই জল লেখো কবি, এক নদী জল।
সবুজ পৃথিবীতে রেখে যাবে প্রাণ
আর ভালোবাসা ফিরে পেতে
লেখো শুধু লিখে যাও রক্ত অক্ষরে,
হেরে যাওয়া, ভালোবাসা ফিরে আসবেনা,
শুধু থেকে যাবে ক্ষত চিহ্ন,
তুমি কাঁদবে, তুমি নুইয়ে পড়বে মাটিতে
তবুও চাঁদ উঠবে, বাতাস বইবে
কোকিলেরা গাইবে গান, বসন্ত এসে গেছে।