খুকুমনির সাধ হয়েছে
লিখবে একটা ছড়া ,
মা বলল লিখবি কি তুই
ছড়া নয়ত সহজ গড়া ।
হাতেখড়ি হয়েছে তার
এই কিছুদিন আগে
ভাবছে সে যে মহাপন্ডিত
ছড়া লেখা তার বাগে ।
বলল ‘ তুমি চুপ কর মা
দেখেই শুধু যাও ,
এমন ছড়া লিখব আমি
যা আর কোথা না পাও ।
এই’না বলে একছুটেতে
স্লেট পেনসিল নিয়ে
মুখটা গুঁজে বসল খুকু
ভুলে পুতুলের বিয়ে ।
কার্টুন গেল, খেলা গেল
ভুলল গল্প শোনা ,
সে লিখবে মজার ছড়া
যা হাতে যে যায় গোনা ।
আজও খুকু ব্যস্ত ভীষণ
লিখতে আস্ত ছড়া
নাকে মুখে চকখড়ির দাগ
বাড়ি এখন শান্তি ভরা ।