অনেক পথ অতিক্রম করে
লাস্ট ট্রেনটায় উঠে বসেছিলাম দুজনে।
গন্তব্য স্টেশন ছিল “সুখীগৃহকোণ”;
স্টেশনে নেমে বুঝলাম, এ হলো সোনার পাথরবাটি!
যেখানে চাওয়া ও পাওয়ার মধ্যে বিস্তর ফারাক।
তোমার হয়তো চাওয়ার ছিলো যা,
তোমাকে দেওয়া হলো না-
অগোছালো সাজানো ঘর;
বে-নিয়মের নিয়ম ;
বেহিসেবী রাত, আর ঘুম জড়ানো সকাল; হয়ে ওঠেনি তোমার কাঙ্খিত মানুষ হওয়া।
হয়ে ওঠেনি, ছন্দহীন ছন্দের পাল তোলা।
অনেক না বলা কথা, অনেক অভিমান জমা হতে হতে সিলিং ছুঁয়ে যায়।
বেডরুমের বিছানা বালিশ তার নিরব সাক্ষী বোধহয়।
যদি নতুন কেনো জন্ম থাকে,তবে তুমি যেন পাও, তোমার মনের মতো লোক!
আর, সত্যি বলতে কী! আমিও চাই না,
দুটো অতৃপ্ত হৃদয় শুধু সাত জন্মের অঙ্গীকার নিয়ে আবার মিলিত হোক।
তুমি ভালো থেকো তোমার মতো করে,
আমিও সে চেষ্টাই করে যবো।
তোমার কাছে আমার যা কিছু ঋণ
যেন এ জনমেই মিটিয়ে দিতে পারি,
তবেই হয়তো মুক্ত হবে তুমি,
মুক্তি পাবো আমি।