আজকাল কোনো মানুষের সাথেই কথা বলতে ভালো লাগে না
ভালো লাগেনা হাসতে খেলতে
ভালো লাগেনা একসাথে পথ চলতে
কোথাও যেন কিছু অরুচিকর শব্দ কিছু হিংসে কিছু দালাল চক্র আমাদের তাড়া করে বেড়াচ্ছে।
সততার সাত সমুদ্র পেরিয়ে———-
একটা পঁচা নর্দমায় এসে মুখ থুবরে পড়লাম,
আজকাল না ভালো লাগে কারোর কথা শুনতে;
না ভালো লাগে কারোর সাথে কথা বলতে।
এত চেনা জানার মাঝেও এত অচেনা?
এত কথাবার্তার পরেও এত নীরবতা?
এত আলোর মাঝেও এত অন্ধকার?
ভাবায়; ভাবায়; মনকে বড়ই ভাবায়
কিছু কিছু মানুষের অভ্যাসটা তার কাছে সম্পদ
কিছু কিছু মানুষের কাছে তার অভ্যাসটাই একটি ভয়ানক বিপদ
এখন নিমজ্জিত সুরে দেদার ঝংকার বেজে ওঠে
সততার পান্ডুলিপি বারবার কেঁদে ওঠে।
নবজাগরণের সূচনা কবে হবে জানা নেই
চঞ্চলতার নিরিখে শালীনতার বৃত্তের ভাঙ্গনের কোন মানা নেই
নেই বিভাগীয় বর্ণের কমল ধরা
অপ্রস্তুত বিচক্ষণ ডুবে যায় হেথা হোথা
আদর্শরা ডুবে গিয়ে হেসে ওঠে মানবতা
মানবতাবাদীরা হয় সর্বহারা।