সব চোর গুলো একসাথে হয়েছে আজ
চোরে চোরে বেধেছে জোট, নেই ইজ্জত; নেই লাজ
সমাজবিরোধী বলে চিহ্নিত ছিল ওরা গতকাল
সন্ত্রাসকারীর তালিকাতেও নাম ছিল ওদের কিছুকাল
সেই সমাজ বিরোধী এবং সন্ত্রাসবাদীরা একসঙ্গে সংসার বেঁধেছে
সভ্যতা ধ্বংসের এ কোন আধার নেমে এসেছে ?
লোকের প্রাণ কেড়েছে ;লুট করেছে ;মানুষ মেরেছে
তারাই আজ সাধু সেজে সমাজ সংস্কারের হাল ধরে ছে ?
এ সমাজের শিক্ষিত মানুষগুলো তাকিয়ে তাকিয়ে এসব দেখছে …!
এ সমাজের বুদ্ধিজীবী মহল মনের আনন্দে
দাঁত কেলিয়ে কেলিয়ে এগুলো গিলছে ?
লজ্জা…! লজ্জা …..! লজ্জা …..!
লজ্জা তোমাদের এই মণ্ডপ সজ্জা।