রামায়ণ : লঙ্কাকাণ্ড – শ্রীরামচন্দ্র কর্ত্তৃক পুনর্ব্বার কালিকার স্তব
নমস্তে শর্ব্বাণী, ঈশানী ইন্দ্রাণী,
ঈশ্বরী ঈশ্বর-জায়া।
অর্পণা অভয়া, অন্নপূর্ণা জয়া,
মহেশ্বরী মহামায়া।।
উগ্রচণ্ডা উমা, আশুতোষ-রমা,
অপরাজিতা উর্ব্বশী।
রাজরাজেশ্বরী, ভীমা ভয়ঙ্করী,
শঙ্করী শিবা ষোড়শী।।
মাতঙ্গী বগলা, কল্যাণী কমলা,
ভবানী ভুবনেশ্বরী।
সর্ব্ব বিশ্বোদরী, শুভে শুভঙ্করী,
ক্ষিতি ক্ষেত্র ক্ষেমঙ্করী।।
সহস্র সুহস্তে, ভীমা ছিন্নমস্তে,
মাতা মহিষ-মর্দ্দিনী।
নিস্তার-কারিণী, নরক-বারিণী,
নিশুম্ভ-শুম্ভ-ঘাতিনী।।
দৈত্য-নিকৃন্তিনী, শিব-সীমন্তিনী,
শৈলসুতা সুবদনী।
বিরিঞ্চি-বন্দিনী, দুষ্ট-নিষ্কন্দিনী,
দিগম্বরের ঘরণী।।
দেবী দিগম্বরী, দুর্গে দুর্গ-অরি,
কালিকা করালবেশী।
শিবে শবারূঢ়া, চণ্ডী চন্দ্রচূড়া,
ঘোররূপা এলোকেশী।।
সর্ব্বসুশোভিনী, ত্রৈলোক্য-মোহিনী,
নমস্তে লোল-রসনা।
নমো দিগ্বসনা, সর্ব্ব-শবাসনা,
বিশ্বা বিকট-দশনা।।
সারদা বরদা, শুভদা সুখদা,
অন্নদা মোক্ষদা শ্যামা।
মৃগেশ বাহিনী, মহেশ-ভাবিনী,
সুরেশ বন্দিতা বামা।।
কামাখ্যা রুদ্রাণী, হরা হর-রাণী,
হর-রমা কাত্যায়নী।
শমন ত্রাসিনী, অরিষ্ট-নাশিনী,
দয়াময়ী দাক্ষায়ণী।।
হের মা পার্ব্বতী, আমি দীন অতি,
আপদে পড়েছি বড়।
সর্ব্বদা চঞ্চল পদ্ম-পত্র-জল,
ভয়ে ভীত জড়সড়।।
বিপদে আমার, না হয় তোমার,
বিড়ম্বনা করা আর।
মম প্রতি দয়া, কর গো অভয়া,
ভবার্ণবে কর পার।।