আসলে বাধা চলার পথে
সাহস রাখবে নিজের মনে,
লক্ষ্যে অটল থাকলে পরে
সাফল্য লাভ সুযশ সনে।
জীবন পথে চলতে গিয়ে
ধৈর্য নিষ্ঠা রাখেন যারা,
আপন কাজে কীর্তি মাঝে
সমাজে মান পান যে তাঁরা।
ভেদ বৈষম্য দ্বেষ বিদ্বেষে
মন থেকে সব রাখলে দূরে
কর্মে ধর্মে থাকলে মেতে
শান্তি থাকে হৃদয় জুড়ে।
জীবন জেনো নদীর মতন
জোয়ার ভাটা দুটোই আছে,
দৃঢ় চেতন থাকেন যারা
ভবের মাঝে তাঁরাই বাঁচে।
স্থবিরতার খোলশ ছেড়ে
লক্ষ্যে অটল থাকলে কর্মে,
ঘুচে যাবে বাঁধার পাহাড়
সুখটা পাবে মর্মে মর্মে।