পাখির ডাকে ঘুম ভেঙে যায়
হঠাৎ করে কোন পাখি ডাকলো আমায়
ঘুমন্ত ভাষাগুলো ভাষা দিয়ে জড়াতে চায়
তারা এক আকস্মিক আবির্ভাবের মধ্য থেকে নিয়তির মিনতিকে দেখায়।
এও এক সকালের সম্ভাবনাময় প্রদক্ষিণ চিত্র
গহ্বরের অন্দরে ভাষার কিছু ব্যর্থতা করেছিল নৃত্য
এই চোখে দেখা দৃশ্যের অনুভব সেও এক বৈভব
প্রকাশকালের পরে তোমাদের চেতনা যেন অবলা শৈশব।
ঘূর্ণায়মান পৃথিবীর গায়ে এই ক্ষুদ্র কাতরতা যেন ভিক্ষুকের আর্তনাদ
তবু হেঁটে চলে প্রেক্ষাপট আবিষ্কৃত হয় বিপ্লব,হয় রচনা সংবাদ,
নক্ষত্রদের পচন হয় না কোনো কালে
ভুল পথে করে গমন প্রজন্ম; ভুল তারাদের তারা নক্ষত্র বলে।
জীবনের জ্বলন্ত জালার মালা প্রচলিত হয়ে ওঠে সদা
ক্ষনিকের রসালো তামাশা অপ্রত্যাশিত সব নাটকের ঘটা।