রোজ জমে কাল- সুতো নিউরন রীলে
কিছু বুনি , কিছু গুনি , কিছু খাই গিলে ।
স্মৃতি আসে , স্মৃতি ভাসে স্মৃতি উপকূলে
স্মৃতি ক্ষোভে স্মৃতি ডোবে , স্মৃতি মাস্তুলে ।
ভুল ধরে , ভুল পড়ে , ভুল চিল- ঠোঁটে
কাঁচা ভুল পাকা মূলে ফুল পেতে ছোটে ।
ঠিক ঠিক টিক্ টিক্ অসমান দোলে
বাকি ঠিক বাকি ভুল জীবনের কোলে ।
আশা ঢলে , আশা গলে টুপটাপ ভোরে
ঝিকমিক রোদ ঝরে আশার ওপরে ।