Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » রেডি স্টেডি গো || Rana Chatterjee

রেডি স্টেডি গো || Rana Chatterjee

যেখানেই পদচিহ্ন হুঙ্কার ধ্বনি!
প্রবল ভাবে স্বরূপ চিনে মুখ ঘোরানো জনতা।

প্রতিহিংসার লেলিহানে শ্মশানের নিস্তব্ধতায়,
ফুল পাপড়ি ছোঁড়া রাজকীয় আসরে ঠাসা দম্ভ!
   তবু অনুচ্চারিত ন্যুনতম আশু সমাধান !

ঝড় ঝঞ্ঝা বিধস্ত অসহায় মুখ হেডলাইন শোনে,
সময়ের স্রোতে ভেসে যায় বাসি ফুল পূজার উপকরণের পরিবর্তে নামহীন জাতহীন মৃত লাশ
ঘন্টা খানেক প্রতিহিংসার কচ কচানির মতো!
বাড়ে অস্বস্তি নির্বাক মুখ,খোঁচা খাওয়া ঘা ক্ষত.!
তবু অবস্থা যে তিমিরে তার চেয়ে ক্রমশ ভয়ানক,
আশ্বস্ত নাবিকে ভরসায় যাত্রীরা, তবু নির্বিকার নাবিক অতলে ডুবিয়েও নেই আক্ষেপ ভুল স্বীকার!
ক্ষমতা দম্ভের  বেঁকে যাওয়া বিজয় পতাকায়
শুধু  অধোগতি আর পতনের অশনি সংকেত !

আর কতো মুখ পুড়বে দেশ বাসীর !!
এমন ভাবে খেসারত দিতে দিতে কখন যে পিঠ ঠেকে যাওয়া দেওয়ালও আজ আতঙ্কিত !

ঘরে বাইরে চরম উৎকণ্ঠা মুখ…
আত্ম নির্ভর প্রিয় দেশের এ কোন করুন পরিণতি!
নীতিহীনতা পঙ্গুত্ব, মুদ্রাস্ফীতির শেকলে দমবন্ধ
কর্মহীন উপোসী মুখের অমলরা জানালা গরাদে!

ওই কানে ভাসে  মিথ্যা প্রতিশ্রুতি আজও,
প্রতিবাদী দের কণ্ঠ রোধ করা, আধুনিক ভাতে মারার  ফন্দি ফিকির রাজ রোষ,আইনি ছক…!

রেকর্ড হয় সর্বনিম্ন জাতীয় গড় আয়,
পেপারের ঠোঙার তেলে ভাজা তেলে ফুটে ওঠে,
আফ্রিকার নানা দেশে পাঠানো ভ্যাকসিন কিট
পড়ে নষ্ট হওয়া খবর, যোগাযোগের অপ্রতুলতায়।

সীমান্তে বুক চিতিয়ে পড়ে থাকা বীর সেনানী,
আগামীর স্বপ্ন দেখা কচি শিশু কিশলয়,
তুখোড় বুদ্ধিমত্তার ছাপ রাখা টগবগে যুবতী,
সামনের সারিতে দাঁড়ানো পুলিশ,ডাক্তার নার্স
অলক্ষ্যে ঝরে পড়ে চিকিৎসা অক্সিজেন অভাবে।

তবু কাজের সময় সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়ার পরিবর্তে বিরোধী নিকেশ রাজসূয় যজ্ঞ অবলীলায়।

সকল দায় ঝেড়ে ফেলার সপ্রতিভ ব্যক্তিত্বের চির পরিচিত নিজ পিঠ চাপড়ানো,দৃষ্টি ঘোরানো পন্থা..
    ধূলো জমা রেডিও থেকে ভাসে শুধুই ” বার্তা”!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *