রূপ দেখে কি মানুষ চেনা
সহজ কথা ভাই,
নাইবা থাকুক রূপের বাহার
অন্তর ভালো চাই।
রূপের মোহে ভ্রান্তি বশে
হারায় যারা জ্ঞান,
ভবের মাঝে তাঁরাই শেষে
অশেষ দুঃখ পান।
মনটা থাকলে কলুষ ভরা
কিবা কাজ রূপে?
প্রেমের ছলে ভুগবে ফলে
মর্মদাহে চুপে।
অযোগ্য জন দেয়না কখন
ভালোবাসার মান,
ভালো করে যাচাই শেষে
তবেই করো দান।
রূপের ফাঁদে পড়ে কেহ
করো নাকো ভুল,
গুণের কদর করলে তবেই
ফুটবে সুখের ফুল।