জানলা ফাঁকে দেখেছিলাম
তারার মতই চাঁদ,
মায়াবী রাতে ঝলসে গেছি
বুঝিনি রূপের ফাঁদ।
রূপসী তন্বী রূপ ছটাতে
নীলাম্বর করে আলো,
জোছনা লোকে ধরাকে ভাসায়
ঘুচায় সকল কালো।
আকাশ বুকে তারার মালা
ঝিকিমিকি করে জ্বলে,
ভাবুক হৃদয়ে কাব্য কথায়
কতো না বুনন চলে।
জোছনা রজনী স্বপ্ন বুনে
প্রিয়ার আঁখির পরে,
সোহাগী চাঁদ কপোলে তার
আবেশ ছোঁয়া ভরে।
প্রেম পিয়াসী আবেগী মন
চাঁদের সোহাগ পেয়ে,
বিগলিত যে ফুল্ল আননে
খুশি ধারা পড়ে বেয়ে।
মায়াবী আলোর ইশারা যেন
নিতে চায় টেনে কাছে,
দ্রিমিকি দ্রিমিকি সুর যেন
মাদলের তানে নাচে।
মেঘের আড়ে চাঁদ লুকালে
বিবশ বিহ্বল হিয়া,
মোহের কাজল ঘুচে যেতে
জ্বলে যে জ্ঞানের দীয়া।