রুমকী দত্ত
লেখিকা পরিচিতি
—————————
নাম : রুমকী দত্ত
রূপনারায়ণ তীরে এক ছোট গ্রামে রুমকী দত্তের জন্ম। পিতা যতীন্দ্রনাথ দত্ত ও মাতা মাধবী দে দত্ত দুজনেই শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি চলত তাদের কবিতা ও সঙ্গীত চর্চা। এই সাংস্কৃতিক পরিমন্ডল তাকে সাহিত্যমুখী করে তোলে। উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে পরেই মুকুল প্রসাদ পালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াতে সংসার ধর্ম পালন করতে গিয়ে শিক্ষায় সাময়িক ছেদ আসে। পুত্র সন্তান জন্মের পরে তিনি আবার পড়াশোনা শুরু করেন এবং ইতিহাসে স্নাতকোত্তর পরীক্ষা সম্মানের সঙ্গে উত্তীর্ণ হন। এর বেশ কিছুদিন পরে উনি নিজেও স্কুলে শিক্ষকা হিসেবে যোগদান করেন, যা আজও অব্যাহত। সঙ্গীত ও ছন্দ কবিতার ওপর তার ছোটবেলা থেকেই দূর্বলতা ছিল বলেই যখন কলম তুলে লেখা শুরু করেন তা মূলত ছন্দ কবিতার আকর হয়ে দাঁড়ায়। পরবর্তী পর্যায়ে কবিতার সব ধরনের ধারা উনি আয়ত্ত করতে সক্ষম হন। প্রচুর পুরষ্কার ওনার মুকুটে সম্মানের সঙ্গে বিরাজ করছে। বিভিন্ন কাব্য সংকলন ছাড়াও একটি একক কবিতার বই ” কি লিখি তোমায়” প্রকাশিত হয়েছে । দ্বিতীয় একক কাব্য গ্রন্থ “বৃষ্টির আল্পনা” প্রকাশের পথে। ওনার রচনাতে জীবন ও সমাজের জলছবি সবসময়ই প্রকট , সঙ্গে থাকে মাটির সোঁদা গন্ধ
লেখিকার সৃষ্টি
আহ্বানে বসন্ত || Rumki Dutta
পলাশের রক্তিমে চঞ্চল মনপিয়াল পারুল আর কাঞ্চন বন । কৃষ্ণচূড়ার
স্মৃতি এবং সুখ || Rumki Dutta
হঠাৎ আমি ছেলেবেলা পেতাম যদি ফিরেছুট্টে যেতাম নদীর ধারে রূপণারায়ণ
বাগধারা ও প্রবাদ প্রবচন || Rumki Dutta
আড়িপাতা স্বভাবে একচোখা লোকভাগ্যের শিকে ছিঁড়ে শাপে বর হোক ।হরিহর
দিনলিপি বদলায় || Rumki Dutta
যেদিন এসেছি ফেলে দিনলিপি ডানা মেলেকোলাহলে পিছু ফিরে দেখিঅমূল্য স্মৃতি
আধুনিকতা || Rumki Dutta
মনমাঝে শুধু কৃপণতা উদারতা নাহি হায়মনুষ্যত্ব লুক্কায়িত বিবেকের পিছু ধায়
শিক্ষা গুরু || Rumki Dutta
শিক্ষা প্রথম জননীই দিয়েছিলসহজপাঠ টা পনেরো দিনেই শেষঈশ্বর বুঝি আশীষেই
সাক্ষরতার মিছিল নামুক || Rumki Dutta
(১) সমাজের ভিত গড়বে যদি সাক্ষর হও আগেগরিব দেশের মনুষ্যত্ব
মা আজ ভিখারি কেন? || Rumki Dutta
ওর নাম ভিখারি ময়লা কাপড় নোংরা পুটুলিমাথায় ঘোমটা,বয়স অনেক বেশি
ভবিষ্যতের গান || Rumki Dutta
ভবিষ্যতের গান ওরা সব আমার ছাত্রছাত্রীশেখাই পড়াই যত্ন করি,আলোর পথ
সমাজ বন্ধু || Rumki Dutta
সমাজবন্ধু তারা, যারা সমাজের কথা বলেসমাজের হৃতে,উন্নতিতে নিজেদের পথ চলে
আমি পাঠক হতে চাই || Rumki Dutta
পাঠক রয়েছে বলেই সৃষ্টি , কৃষ্টির উল্লাসবইয়ের গন্ধ মধুর ছন্দ
একুশে ফেব্রুয়ারী || Rumki Dutta
একুশ একটা আবেগের নামমাতৃভাষার জয়প্রাণের বদলে বাংলা পেয়েছেবিশ্বের বরাভয় ।
কথাশিল্পী || Rumki Dutta
কথাশিল্পীর আভিজাত্যে শরৎচন্দ্র নামঅসাধারণ প্রতিভাধর জ্যোতিষ্ক অম্লান।ছোট গল্পে পরিণীতা,স্বামী,দর্পচূর্ণ ।লালু,মহেশ,ছেলেধরা
জল সংকট ও তার প্রতিকার || Rumki Dutta
জল যেখানে জীবন নামে, আদ্যোপান্ত রয়সেই গ্রহটা এই পৃথিবী, বাসযোগ্য
মাটি ছুঁয়ে থাকি || Rumki Dutta
মায়ের স্পর্শে মাটি ছুঁয়ে থাকি, মাটিই আমার মাদিগন্তজোড়া শ্যামলিমার নেইকো
মাটির গন্ধ || Rumki Dutta
মাটির গন্ধে লেখা রয়েছে, বউ ঠাকুরানী হাটঊষায় রাঙ্গা নবীন প্রভাত,
মাটির মানুষ || Rumki Dutta
মাটির মানুষ দেখেছো কি তুমি ?হাতে পায়ে কাদা মাখাসাঁতার দিয়েছে
মাটি ছোঁবো বলে || Rumki Dutta
মাটি ছোঁবো বলে হাজার বছরে পেরিয়েছি ক্রোশ পথখালি পদতলে জমাট
বীর সন্ন্যাসী বিবেকানন্দ || Rumki Dutta
আজি এ প্রভাতে পূণ্যলগ্নে,ধ্বনিত তোমারই নামবীর সন্ন্যাসী বিবেকানন্দ,তোমার চরণে প্রণাম।জীবে
কবিতা নিজেই || Rumki Dutta
কবিতা নিজেই মহান সৃষ্টি সুগন্ধময় ধূপকবিতার প্রেমে মাতোয়ারা কবি স্নিগ্ধ
তোমার কবিতায় তুমি || Rumki Dutta
“আজ সৃষ্টি সুখের উল্লাসে” “এক শায়ক বেঁধা পাখি”“ব্যথা-নিশীথ” “বিদায়-বেলায়” “ছাত্রদলের
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় || Rumki Dutta
উত্তর চব্বিশ পরগনার নৈহাটি শহরের কাছেকাঁঠাল পাড়া গ্রাম,২৬শে জুন, ১৮৩৮
তোমার আলোকে || Rumki Dutta
রবি ঠাকুর পুণ্যজনম ধন্য তোমার সৃষ্টিআত্মপ্রেমী বাঙালি পেল অনিন্দ্যতার কৃষ্টি
প্রণমি তোমায় || Rumki Dutta
বর্ণপরিচয় বোধদয়কথামালা ধারাপাত,শিশুশিক্ষায় ঈশ্বরচন্দ্রচরণে তোমার প্রণিপাত । নারী শিক্ষার পথিকৃৎবালিকা
মেদিনীপুরের পুরুষসিংহ || Rumki Dutta
মেদিনীপুরের অহংকার ঈশ্বরচন্দ্র নামকুজ্ঝটিকায় জ্যোতিষ্ক এক,আলোময় নীল খাম।বিদ্যাসাগর দয়ারসাগর উপাধীর
আধুনিক ভারতের জনক || Rumki Dutta
২২ শে মে,১৭৭২, হুগলী জেলার রাধানগর গ্রামে, জন্মেছিলেন রামমোহন রায়“আধুনিক
অটুট হোক সম্প্রীতি || Rumki Dutta
হৃদয়ের বন্ধনে বাঁধা পড়ি আয়ভেদাভেদ ভুলে হাঁটি একসাথে ,সাম্যের আহ্বান
কী লিখি তোমায় || Rumki Dutta
বিশ্বকবি কবিগুরু কবির কবি তুমিজ্ঞানে অজ্ঞানে ঘুমে জাগরণে তোমার চরণ
অবিশ্বাসী স্বপ্ন || Rumki Dutta
আমার এত দিনের বিশ্বাস,প্রশ্বাসসবকিছুই অমাবস্যার চাঁদের মতোইআমাকে আলোকিত করেছিল,ক্লান্ত শরীরে