বাবা তোমার সুপ্ত বুকে ভীতু এক কন্যা
তাই বুঝি ধরেছ তুলি রূপ দেবে অগ্নিকন্যা।
পড়ে ছিল তার ছিন্ন শরীর শত ক্ষত রক্তাক্ত
মাংস খুবলানো; হায়নার নখগুলো ধারালো,
সেই রাতেও মাদক নেশা ধরেছিল শকুনি চোখে
আজ ভোরে পাচ্ছি আমি বারুদ না শিউলি সুভাসে!
পুড়ছিলো জননীর চিতায় পঙ্গু সমাজ ভাগ্যদোষ
ত্রিনয়ন ধারণকারিণী তোমার চোখে ছিলনা রোষ?
তখন বুঝি ফোটেনি চোখ তোমার ভগবতী রুদ্রাণী!
অপেক্ষায় চেয়ে আছো শরতে সুর এল আগমনী।