রিম্পা লাহা
লেখিকা পরিচিতি
—————————
নাম : রিম্পা লাহা
হাওড়া জেলার ডোমজুড় একটি প্রাচীন বর্ধিষ্ণু জনপদ, ১৯৮৮ সালের ডিসেম্বর মাসে স্বর্গীয় অভিজিৎ সুরাই ও পত্নী সুতপা সুরাই-এর কোল জুড়ে যে ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয় সেইই আজকের রিম্পা লাহা। ছোটবেলা থেকে গানের প্রতি ছিল অদম্য আকর্ষণ। তার প্রতিটি সূক্ষ্ম অনুভূতি জুড়ে বিরাজ করত সুর তাল লয়। বয়স বাড়ার সাথে সাথে ক্রমশ গানের কথাগুলো তাকে আকৃষ্ট করে, শুরু হয় নতুন পথচলা। স্কুল ও কলেজ পত্রিকাতে যে সব অপটু কবিতা স্থান পেত তার সাময়িক ছেদ এল সংসার ধর্ম পালন করতে গিয়ে। একটু থিতু হয়ে কবি ফেরৎ এল তার আগের রাস্তায় নবকলেবরে। এতদিনে নদী দিয়ে যেমন বহু জল বয়ে গেছে ঠিক তেমনই এই কবিতা না লেখা থেকে দূরে থাকাকালীন সে পড়ে ফেলেছে বাংলা সাহিত্যের কালজয়ী সব সৃষ্টি। এই পড়া তাকে সমৃদ্ধ করে তোলে চেতনায়, ভাবনায় আর তার প্রকাশে। নারীমুক্তিকামী কবির শাণিত কলম বারবার বিদ্রোহের স্ফুলিঙ্গ ছড়িয়েছে বিভিন্ন পত্রিকার পাতায়। সমাজের ঘুণপোকাদের বিরুদ্ধেও ঝলসে উঠেছে তার কলম। আজও যে প্রবাহ অব্যাহত।

লেখিকার সৃষ্টি

মায়ের পরিযায়ী সন্তান || Rimpa Laha
মাগো , আমি তোমার পরিযায়ী সন্তান ,চাঁদের আলোয় ঝলসাননো রুটি

নববর্ষের প্রাতে || Rimpa Laha
ঠিক যতটা জমাট রক্তে মাতৃত্ব ছলকায় ,তারও বেশী রক্তস্রোতে মমত্ব

আঘ্রাণে বাঁচুক ভালোবাসা || Rimpa Laha
পুরুষ ভূষণ অর্ধাঙ্গী লাস্যময়ী নারী ,ভালোবেসেছি তোমায় চির আদিম প্রেক্ষাপটে

আগুণ ওদের ধর্ষকামে || Rimpa Laha
অন্তঃপুরের আন্দোলনে প্রলয় হুংকার ,হুতাশনে পুড়ছে শরীর আকূল চিৎকার ।সতীদাহে

শব্দের কঙ্কাল || Rimpa Laha
শব্দগুলো ঝাপসা ভীষণ ,লুকিয়ে বাঁচে চুপিসারে ।পথ ভোলা এক পাগোল

ছিন্নবীণা || Rimpa Laha
ছিন্নবীণা বিয়ের আর মাসখানেক বাকি ।তাই দক্ষিণেশ্বরে মায়ের কাছে পূজো

ইঁদুরের ছলাকলা || Rimpa Laha
আসছে আবার দুগ্গাপুজোমনে খুশির ছন্দ ,গণশা বেটা কুঁচিয়ে ধুতিকরছে মোদক

অ্যাডিকশানের কবলে || Rimpa Laha
ছোট্ট শিশু মুচকি হাসে প্রাপ্ত মনের অন্দরেও ,সব মানুষই আবেগ

ইচ্ছে ডানা || Rimpa Laha
একটা আস্ত সমুদ্র দিতে পারিস ?দিগন্ত বিস্তৃত নিপাট জলোচ্ছ্বাস !অগণিত

মাতৃত্ব || Rimpa Laha
মাতৃত্বে পাওয়া বিষম স্থূলতা ,কেঁড়েছে প্রভূত লালিত্যময়তা ।ডার্ক – সার্কেল

হারিয়ে পাওয়া || Rimpa Laha
হারিয়ে পাওয়া পাহাড়ী রাস্তা । স্কুল থেকে বাড়ি ফিরছিলেন সোমদত্তা

ভবের খেলায় || Rimpa Laha
মূহুর্তরা রঙের হাটেআমার শহর জুড়ে ;মুখ ডুবিয়ে নিকোটিনেভাসছে উজান সুরে

শ্রাবণ ভালোবাসায় || Rimpa Laha
ধিকধিকিয়ে জ্বলছে প্রদীপসাঁঝের সামীয়ানায় ,অন্ধকারের উৎস চিরেআলোকবর্তীকায় ।ভালোবাসা আজ করেছে

বন্ধুদিবসে || Rimpa Laha
এসেছে এক আবেগ বিহীন ,শুষ্কতাময় বজ্রকঠিন ,বন্ধুবিহীণ বন্ধু সোপান ।যত

উষ্ণতার বৈভবে || Rimpa Laha
পরাজিত হলে অবশেষে !ক্লান্ত শ্রাবণ মিথ্যে অহংকারে ।দিয়েছিলে যা কিছু

বারবণিতার উপাক্ষাণ || Rimpa Laha
আমিই সেই বারবণিতা !তুমিও দেখেছ আমাকে কোথাও না কোথাও ।নিতান্ত

ভালোবাসার প্রাপ্তি || Rimpa Laha
ভালোবাসার প্রাপ্তি সবচেয়ে প্রিয় টেডিবিয়ারটা আঁকরে ধরে চিলের ছাদে বসে

নারী কথন || Rimpa Laha
নারী তোমার জীবনবৃত্ত পেন্ডুলামের দোলায় ,অসমাপ্ত যা কিছু তারা পূর্ণতার-ই

বৃষ্টি অনুভবে || Rimpa Laha
তোর শহর জুড়ে বৃষ্টি নামুক ভোরেকয়েক পশলা ঘুমন্ত চোখে মুখেশীতল

একরত্তি ভালোবাসা || Rimpa Laha
ভালোবাসা গড়েছো কখনো আপনমনে ?নিটোল তরতাজা পুরুষ্ট করেআবেগ ঢেলে মনের

যান্ত্রিক ছেলেবেলা || Rimpa Laha
মা বলে তার ছোট্টবেলাচু – কিতকিত বিকেলবেলা ।আড়াই প্যাঁচে গুলির

মহাপ্রলয়ের চৌকাঠে || Rimpa Laha
সাজবো আজকে বাঘছালে রুদ্রাণী !ত্রিশূল হাতে ত্রিনয়ন নটবরী ।মহাপ্রলয়ের হুংকার