বৃষ্টির গানে এখনও হয়নি ভোর,
এখন কাটেনি ঘুম তন্দ্রায় বিভোর।
টগর চম্পা চামেলির ঘুম কেড়ে
অলস দিন আসে নিঝুম ভোরে।
আকাশে সূর্য নেই মেঘ গর্জায়
অলস-মনে কাজ সব পড়ে রয়।
রিমঝিম বৃষ্টির শব্দ টিনের চালে
বৃষ্টিতে গাছেরা পাতা ধরে মেলে।
ঝিরিঝিরি বৃষ্টি গাছের পাতায়
‘বৃষ্টি তোমাকে ছুঁয়ে’ আমি জানলায়।
কত দিন বসে আছি অপেক্ষায়
জড়াব, আসবি মুষলধারায়?
তোকে যে রোজ আমার মনে পড়ে
সকাল সন্ধ্যায় পেলে অবসরে।