চাই বা না চাই , প্রতি পলে স্মৃতি জন্মায় ।
জামানত জমা রাখি , জয়ী হবো ব’লে ।
কে চায় বিজিত হ’তে , ভালবাসা ছাড়া !
পেয়েও না- পাওয়া বোধ
জ্বলে নেভে নির্জন তারার মতন ।
জন্ম মোম গলে গলে আলোর পরিধি বাড়ে
কমে আসে ছায়া ছায়া অতীতের ওম ।
কোথায় তেঁতুলপাতা ন’জন সুজন ?
খোঁজার ইচ্ছে জাগে কোথায় বসত ।
এই বোধ , এই স্মৃতি শ্বাসের রসদ ।
পেয়েই ফুরিয়ে যাওয়া হিম- আয়ু নয় ,
রিমঝিম ইচ্ছে- স্মৃতি থাক ।